
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় খোলা বাজারে ও এম এস এর চাল ৩০ টাকা কেজি ধরে বিক্রির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় পৌর এলাকার মাদ্রাসা রোডে মনোরঞ্জন কর্মকারের ডিলার পয়েন্ট থেকে উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম ও উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা ইয়াছিন আলী সহ অন্যরা।
এবিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা ইয়াছিন আলী জানান, তাড়াশ পৌর এলাকার ৩টি পয়েন্টে সপ্তাহের ৫দিন চাল ৩০ টাকা কেজি দরের মাধ্যমে প্রতিজনকে ৫ কেজি করে চাল দেয়া হবে।