
একে মিলন সুনামগঞ্জ থেকে :
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকিদাতা’ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদঁকে গ্রেপ্তারের দাবিতে
তাহিরপুর উপজেলা বাদাঘাট বাজারে সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সেলিম আহমদ এর নেতৃত্বে মোটর সাইকেল শোডাউন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেলিম আহমদ বলেছেন, ‘রাজশাহী বিএনপির এক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। শেখ হাসিনাকে হত্যা তো দূরের কথা একটা আঁচড়ও লাগতে দেব না। শেখ হাসিনাকে নিয়ে যদি কোনো রকম ষড়যন্ত্র করা হয় তাহলে তৃণমূল নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
- সোমবার (২২ মে) দুপুরে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, জাতীয় শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো: সেলিম আহমদ এর নেতৃত্বে হাজারো মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার লাউড়ের গড়, চাঁনপুর, বড়ছড়া, ট্যাকেরঘাট, লাকমা, চাড়াগাও, কলাগাঁও বাগলি সহ বিভিন্ন স্হানে বিশাল মোটরসাইকেলের সোডাউন শেষে বিকেলে বাদাঘাট বাজারের মেইন রোডে প্রতিবাদ সমাবেশে মিলিত হোন তিনি।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি তোফায়েল আহমদ রয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জ্জামান ইমন, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক বিল্লাল আমিন, সাধারণ সম্পাদক আবুবকর, সুনামগঞ্জ পৌর শ্রমিক লীগের সদস্য সচিব তৈয়বুর রহমান রাজ প্রমুখ।