সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্য নিয়ে শনিবার সকালে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি।

তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, সবাইকে আইন মেনে গাড়ি চালাতে হবে। গাড়ি চালাতে হলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত গাড়ি চালালে আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি আরোও বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে অনুরোধ জানান।

এ সময় সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ, আবিকুল ইসলাম আবির, শংকর চন্দ সহ মটর সাইকেল, সিএনজি ও অটো চালকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!