তারেক আজিজ চৌধুরী, স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ১৬ম কারামুক্ত দিবস ৩ সেপ্টেম্বর।

২০০৭ সালের ১১ জানুয়ারি ওয়ান-ইলেভেনের জরুরি সরকার ক্ষমতাগ্রহণের পর জিয়া পরিবারের বড় সন্তান ও বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তার করে। দীর্ঘ পৌনে দুই বছর কারাভোগের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বিদেশে উন্নত চিকিৎসার জন্য জামিনে মুক্তি পান তিনি। ৮ দিন পর ১১ই সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিনে মুক্তির পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের কারামুক্তির ১৬তম দিবস উপলক্ষে আবুল কালাম আজাদ সকল নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক প্রেস বিবৃতিতে মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ল সকল জাতীয়তাবাদী রাজনৈতিক দলের নেতা কর্মী এবং আপামর জনগণকে শুভেচ্ছার পাশাপাশি আগামি দিনের গণতন্ত্র মুক্তি আন্দোলনে রাজপথে থাকার দূঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে আসার অনুরোধ জানান।

বিবৃতিতে আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাদেশকে নেতৃত্বশুন্য করার চক্রান্তের অংশ হিসেবে তারেক রহমানসহ জিয়া পরিবারের ওপর অত্যাচার নির্যাতনের খড়গ চালানো হচ্ছে। বাংলাদেশের জাতীয়বাদী শক্তির আগামী দিনের আশা ভরসা হচ্ছেন তারেক রহমান। তার নেতৃত্বেই এগিয়ে যাবে বাংলাদেশ কাংখিত গন্তব্যে। এজন্য চক্রান্তকারীরা জিয়া পরিবারের বিরুদ্ধে জেল জুলুম হুলিয়াসহ অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী অপপ্রচার গোয়েবলসীয় মিথ্যাচারকেও হার মানিয়েছে। কিন্তু এসব করে লাভ হবে না। বাংলাদেশের ১৫ কোটি মানুষের নেতা হিসেবে বীরের বেশে দেশে ফিরবেন তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: