
সিরাজগঞ্জের তাড়াশে প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন (এলডিডিপি) প্রকল্পের সযোগীতায় উপজেলার ৩১টি পরিবারের পিজি সদস্যদের মধ্যে স্ক্যাভেঞ্জিং পোল্ট্রির পরিবেশ বান্ধব শেড (ঘর) বরাদ্দে স্বজনপ্রীতি ও নির্মানে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণী সম্পদ অফিসের এলএসপি জাহিদুল ইসলামের বিরুদ্ধে।
তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ অফিস সুত্রে জানা যায়, প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন (এলডিডিপি) প্রকল্পের ও মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের সযোগীতায় তাড়াশ উপজেলায় ৩১টি স্ক্যাভেঞ্জিং পোল্ট্রির পরিবেশ বান্ধব শেড (ঘর) বরাদ্দ করা হয়। এতে তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল প্রকল্পটি বাস্তাবায়ন করবেন। প্রতিটি স্ক্যাভেঞ্জিং পোল্ট্রির পরিবেশ বান্ধব শেড (ঘর) নির্মান বাবদ বরাদ্দ দেয়া হয় ২০ হাজার টাকা করে। আর পিজি সদস্যদের মধ্যে ঘরগুলো নির্মান করে দেয়ার কথা।
জানা যায়, স্ক্যাভেঞ্জিং পোল্ট্রির পরিবেশ বান্ধব শেড (ঘর) বরাদ্দের পর উপজেলা প্রাণী সম্পদ অফিসের লাইফষ্টোক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) মো: জাহিদুল ইসলাম তার নিজ এলাকা নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলি গ্রামে প্রকল্পটির বরাদ্দকৃত ৩১টি ঘর তিনি নিজেদের আত্মীয়-স্বজনদের মাঝে বরাদ্দ দেন। এমনকি একই পরিবারের একাধিক স্ক্যাভেঞ্জিং পোল্ট্রির পরিবেশ বান্ধব শেড (ঘর) করে দেন। এতে তিনি ঘরগুলো করে দেয়ার জন্য প্রতিটি সদস্যদের থেকে ২হাজার থেকে ৩হাজার টাকা করে উৎকোচ আদায় করেন। এছাড়া ঘরগুলো বরাদ্দে ধরা ছিল মেঝে ৮০ইঞ্চি ও ৬০ইঞ্চি, মেঝে হতে ৪ফুট উচ্চতা, সিমেন্টে ৬কোনা খুটি, দিয়ে ইটের ওপর বসানো থাকবে। এছাড়া ঘরের ঘরের টিন ৪৫৭ মিলি ও মটকা, অবকাঠামো নির্মানে মেহগনি কাঠের কাঠ খাকবে। কিন্ত এলএসপি মো: জাহিদুল ইসলাম ঘরগুলো নির্মাানে নিম্মমানের কাঠ, টিন ২৪০ মিলি ও কোন রকম নকশা ছাড়া দায়সারা কাজ করে মোটা অংকের অর্থ আত্মসাৎ করেন।
এ বিষয়ে নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলি গ্রামের আরজিনা খাতুনসহ একাধিক পিজি সদস্য জানান, এলএসপি মো: জাহিদুল ইসলাম আমাদের আত্মীয়। তাই তার হাত দিয়েই আমরা ঘরগুলো পেয়েছি। এজন্য ঘরগুলো নিম্মমানের হলেও আপত্তি করে লাভ নেই।
উপজেলা প্রাণী সম্পদ অফিসের লাইফষ্টোক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) মো: জাহিদুল ইসলাম এর সাথে বক্তব্য নেয়ার জন্য যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ অফিসার (অতি:) মো: ডা: অলিউল ইসলাম জানান, এলএসপি মো: জাহিদুল ইসলাম তার নিজগ্রামে ৩১টি স্ক্যাভেঞ্জিং পোল্ট্রির পরিবেশ বান্ধব শেড (ঘর) নির্মানে সহযোগীতা করেছেন। তবে ঘরের ডিজাইন অনুযায়ী নির্মান করা না হলে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর জানানো হবে।