সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের বহু প্রত্যাশিত কাটাবাড়ি নওখাদা খালের উপর 42 মিটার সেতু উদ্বোধন করা হয়েছে, এলজিইডি ব্যবস্থাপনায় সেতু নির্মাণ প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হয়।

 শুক্রবার  (১৫ সেপ্টেম্বর  ) বিকেলে সগুনা ইউনিয়নের নওখাদা সেতু সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউএনও মোঃ সোহেল রানার সভাপতিত্বে , সেতুটি উদ্বোধন করেন ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এম পি। 

সেতু উদ্বোধন কালে এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে” গ্রাম হবে শহর” এই ইস্তেহারের উপর আশায় ভর করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন গ্রামের লোকজন, তিনি আরো বলেন এই উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার  নৌকা মার্কায় ভোট দিবেন এই আশা প্রত্যাশা রইল। গ্রামকে শহরের সুযোগ সুবিধা তৈরির ক্ষেত্রে প্রথমে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিনোদন, খেলা ধুলাসহ সকল স্তরের উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।  বহু ত্যাগের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে আরও অর্থবহ করতে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে, দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে।  আর মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার মধ্য দিয়ে সবাই মিলে একটি সেবামুখী, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।  বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়।  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় বাঙ্গালী জাতি এখন ঐক্যবদ্ধ। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আঃ হোক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাম্মেল হোক মাসুদ, খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হোক,   উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ, সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু সাহিদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহেল বাকী, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মইনুল হোক, নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ হাই সরকার, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ খালেক,  মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান ম্যাগনেট, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোনায়াম হোসেন জেমস, উপজেলা ছাএ লীগের সভাপতি মোঃ ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক মোঃ সুলতানা মাহমুদ, সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সাংবাদিক বৃন্দ ও এলাকার গন্যমান্য জনসাধারণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: