
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে জামিলা খাতুন (৫৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার খাজেম আলীর স্ত্রী।
জানা গেছে, শনিবার দুপুরের আকাশ হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায়। একই সাথে বৃষ্টি শুরু হলে জামিলা খাতুন পার্শ্ববর্তী বাড়ি
থেকে ওষুধ নিয়ে ফিরে আসার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তালম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক।