
সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩রা জুলাই রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ শ্রেষ্ঠ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার (শিক্ষা) নুর-নবী ,তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল, তাড়াশ ইসলামী পাইলট উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক আবদুস সালাম,তাড়াশ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান প্রমুখ ।
ছাত্র-ছাত্রী, শ্রেনী শিক্ষক, প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৬৪জন মাঝে সনদপত্র, ক্রেষ্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্ধারিত ইংরেজিতে বক্তব্যে প্রথম স্থান অর্জন করায় আফরিন জাহান প্রিয়াকে কেষ্ট ও সন্মাননা সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম।