ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘একাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠিত——————————————————

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃ

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘একাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠা করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং বিভাগের (বর্তমান একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ) ১৯৭৯ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য বিনয় কৃষ্ণ বালা ৪০ লাখ টাকার একটি চেক সোমবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও একই ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের

নিকট হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন ।এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।উপাচার্য লাউঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং একাউন্টিং ১৯৭৯ ব্যাচের শিক্ষার্থী পরেশ চন্দ্র রায়, আবু সিনহা, কামাল উদ্দিন ও এ কে এম জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার জন্য একাউন্টিং ১৯৭৯ ব্যাচ-এর শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ অন্য সকল দাতাদের আন্তরিক ধন্যবাদ জানান।তিনি বলেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সামাজিক সুরক্ষার আওতায় আনার ক্ষেত্রে এই ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মহতী উদ্যোগের প্রভাব অন্যদের মধ্যে ছড়িয়ে পড়বে এবং তাঁরাও এতে অনুপ্রাণিত হবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!