ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি

 

 

বাংলাদেশে এসে পৌছেছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ট্রফিটি।

 

চলতি বছর ফুটবলবিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপের আসর বসবে কাতারে। পঞ্চমবারের মতো বিশ্ব ভ্রমণের উদ্দেশে বের হয়েছে ফিফা বিশ্বকাপের ট্রফি।

 

এবার ৫১টি দেশে ঘোরার জন্য বের হয়েছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। বাংলাদেশে এল আসছে দীর্ঘ নয় বছর পর। আর এখানে অবস্থান করবে ৩৬ ঘণ্টা।

 

ট্রফিটি প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নিয়ে যাওয়া হবে। পরে ট্রফিটি নেওয়া হবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে সেটা সাধারণ মানুষের জন্য উন্মেচন করা হবে।

 

ট্রফিটি উপলক্ষ্যে কনসার্টের আয়োজন করা হবে। কনসার্ট শেষে রাতে ট্রফি আবার নিয়ে যাওয়া হবে হোটেল র‍্যাডিসনে। বৃহস্পতি ও শুক্রবার সারাদিনই এটি থাকবে বাংলাদেশে।

 

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়া আর কোথাও যাচ্ছে না বিশ্বকাপ ট্রফিটি। এর আগে ব্রাজিল বিশ্বকাপের আগের বছর ২০১৩ সালে বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। সেবার তিনদিন বাংলাদেশে অবস্থান করে ট্রফিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!