
মনোয়ার হোসেন সেলিম স্টাফ রিপোর্টার
নীলফামারী জেলা ডিমলা উপজেলা তিন ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্য ও মহিলা সংরক্ষিত আসনের নারী সদস্যরা আজ শপথ গ্রহন করলেন।
আজ ২৪/০৮/২০২৩ রোজ বৃস্হপতিবার সকাল ১১ টায় সময় ডিমলা উপজেলা পরিষদের হলরুমে ডিমলা উপজেলার অনুষ্ঠিত তিন ইউনিয়ন পরিষদের নির্বাচিত ২৭ জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের ৯ জন সদস্যাদের শপথ বাক্য পাঠ করান নবগত ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নূর-ই-আলম সিদ্দিকী স্যার।
শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছা আয়েশা সিদ্দীকা, আরও উপস্থিত ছিলেন ৪ নং খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, ৫ নং গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন ও ৯ নং টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন এবং সেই সময় ৩ ইউনিয়নের ইউপি সদস্য ও মহিলা সংরক্ষিত আসনে সদস্যরা শপথ বাক্য পাঠ করেন।