মোঃ মনোয়ার হোসেন সেলিম
স্টাফ রিপোর্টার

নীলফামারী ডিমলা সদর ইউনিয়নে ১ নং ওয়ার্ড উত্তর তিতপাড়া ভাটিয়া চৌপতি বাজার সংলগ্ন পূর্ব দিকে দুই গজ দূরে অবস্থিত আজিমউদ্দিন ওরফে কাল্টা মিয়ার বাড়ি।। আজিমউদ্দিন ওরফে কালটা একজন অন্ধ ও পঙ্গু ব্যক্তি। তিনি একজন অসহায় ব্যাক্তি, তিনি পরিবার চালাতে অচল হয়ে পড়েছেন। তিনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করেন এবং সারাদিন মানুষের নিকট হতে যা পান তা দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হয়। এদিকে তার দ্বিতীয় ছেলে শাহের আলী একজন প্রতিবন্ধী তার বয়স ১৫ বছর জন্ম থেকে সে প্রতিবন্ধী, তার পরিবারে রয়েছে এক স্ত্রী, দুই ছেলে, একটি মেয়ে,। তার বড় ছেলের নাম হল শাহিনুর রহমান এবং দ্বিতীয় ছেলে শাহের আলী সে প্রতিবন্ধী এবং তার একমাত্র মেয়ে শারমিন আক্তার সে তৃতীয় শ্রেণীর তে লেখাপড়া করে। তার স্ত্রী বাসায় দেখাশোনা করে প্রতিবন্ধী ছেলে কে, পরিবারে একমাত্র আয় করা ব্যক্তি তিনিও হলেন পঙ্গু আজিমউদ্দীন অরফে কালটা। তিনি বাম পাশের চোখে একটু কম দেখেন এবং পঙ্গু। আজিমুদ্দীন ওরফে কাল্টা চোখে কম দেখে এবং পঙ্গু। তার প্রতিবন্ধী ছেলের জন্য দেশবাসীর ও এলাকাবাসী সহ সমাজবাসীর নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সকলের সহযোগিতায় বাঁচতে পারে হয়ত একটি পরিবার। তাই সবাই এগিয়ে আসি মানবতার কাজে।
প্রয়োজনে মোবাইল :- আজিমউদ্দিন কাল্টা (০১৭৯৪৫৬৯৯৫৩ বিকাশ/০১৭৫১০৭৮১৭৯।নগদ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: