
মোঃ আল আমিন ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি
<strong>নীলফামারী জেলা ডিমলা উপজেলার, চাঁপানি ইউনিয়নের পুরাতন ইউনিয়ন পরিষদকে দাবি করতেছে মালিকানা বলে মোঃ রুহুল আমিন মাষ্টার ও তার সহযোগী তোফাজ্জল হোসেন, আব্দুর রাজ্জাক দুলাল ও ইব্রাহিম খলিল এক মহিলা সহ আরো অনেকেই। সরকারি সম্পত্তিকে তারা নিজের দাবি করতেছে, যে এটি আমাদের কিনামূলে এই সম্পত্তির মালিক, অথচ নেই কোন কাগজ নেই কোন দলিল নেই কোন ব্যক্তিত্ব কিন্তু তারা দাবি করে যাচ্ছে পুরাতন ইউনিয়ন পরিশোধ তাদের জমি এবং তাদের সম্পদ বলে। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হুমকি ধামকি ও মিথ্যা মামলার ভয় ভীতি দেখায়। পান ব্যবসায়ীদেরকেও,
এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে ঝুনাগাছ চাঁপানি চেয়ারম্যান একরামুল হক (একরা) বলেন, “তারা বিভিন্ন সময়ে, পাঁয়েতারা চালাচ্ছে, এই সরকারি সম্পদ কে দখলে নেওয়ার জন্য, যেকোনো কৌশল তারা অবলম্বন করতেছে। কিন্তু তারা কোন কারনেই তাদের কাছে যে কাগজ, বা এই জমির দলিল, তারা দেখাতে পারতেছে না। তারা এই অসহায় ব্যবসায়ীদের প্রায় চার-পাঁচ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি করেছেন। দোকানপাট লুটপাট সহ দোকান ভেঙ্গে ফেলা হয়েছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় লোকজন।