
উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ হেকিম, নীলফামারী জেলার ডিমলার কুঠিরডাংগার হেকিম মোঃ শামীম হোসাইন এর ব্যাপক সুনাম পুরো জেলায় ছড়িয়ে পড়েছে। এমনকি নীলফামারী ছাড়াও বিভিন্ন জেলা থেকে লোক আসেন তার কাছে সুচিকিৎসা নিতে। সরেজমিনে গিয়ে একাধিক এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, “হেকিম মোঃ শামীম হোসাইন অত্যন্ত সজ্জন ব্যাক্তি। তার কাছে এসে মানুষ সবসময়ই সঠিক পরামর্শ পেয়ে থাকেন। কবিরাজের সুনাম ও সুখ্যাতির প্রশংসা করেন আগত রোগী ও এলাকাবাসী গণ।
উল্লেখ্য, হেকিম মোঃ শামীম হোসাইনের কাছে হাটু ব্যাথা, পিঠের ব্যাথা, ঘনঘন প্রসাব, প্রসাবের জ্বালাপোড়া, সুতিকা, সাদাস্রাব, লিকুরিয়া, চর্মরোগ, ঘা, পুড়ে যাওয়া, যৌন সমস্যা, জন্ডিস ইত্যাদি জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা পাওয়া যায়।
হেকিমের যোগাযোগ নাম্বার- ০১৭৫০-২৯১৫৬২