
মোঃ ফরহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি নীলফামারী জেলা।
দৈনিক প্রতিবাদ।
নীলফামারীর ডিমলা উপজেলায় আজ পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে, ডিমলা দলীয় কার্যালয়ে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন প্রিন্সিপাল, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিমলা উপজেলা। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ বদিরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিমলা উপজেলা শাখা, উপস্থিত ছিলেন, রাব্বানী প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিমলা উপজেলা শাখা। আরো উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা শাখার যুবদল, ছাত্রদল,কৃষকদল, স্বেচ্ছাসেবকদল,তাতীদল,শ্রমিকদল। আরো উপস্থিত ছিলেন উপজেলার অধীনে দশটা ইউনিয়নের মুল দল সহ সহযোগি অঙ্গ সংগঠন সেখানে উপস্থিত।দোয়া মাহফিল শেষে অনুষ্ঠানে কার্যক্রম সমাপ্তি ঘোষনা করা হয়।