
মোঃ মনোয়ার হোসেন সেলিম
স্টাফ রিপোর্টার
নীলফামারী ডিমলা সদর ইউনিয়নে ১ নং ওয়ার্ড উত্তর তিতপাড়া ভাটিয়া চৌপতি বাজার সংলগ্ন পূর্ব দিকে দুই গজ দূরে অবস্থিত স্বপন মিয়ার বাড়ি। স্বপন মিয়ার একজন ভ্যান চালক। তিনি একজন অসহায় ব্যাক্তি, তিনি পরিবার চালাতে অচল হয়ে পড়েছেন। তিনি দেশে বিদেশে গিয়ে ভ্যান গাড়ী চালান এবং সারাদিন কঠোর পরিশ্রম করে যা পান তা দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হয়। এদিকে তার একমাত্র শিশু পূত্র ছেলে নিরব ইসলাম বয়স প্রায় ৪ বছর। নিরব জন্ম থেকে প্রতিবন্ধী, তার পরিবারে রয়েছে এক স্ত্রী ও একমাত্র শিশু পূত্র প্রতিবন্ধী ছেলে নিরব । তার স্ত্রী বাসায় দেখাশোনা করে প্রতিবন্ধী ছেলে কে, পরিবারে একমাত্র আয় করা ব্যক্তি তিনিও সবসময় বাহিরে আয় রোজগার করেন। শিশু পূত্র নিরব চিকিৎসার জন্য প্রায় ৩.০০.০০০ (তিন লাখ) টাকা পরিবার থেকে বহন করেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় সুচিকিৎসার জন্য প্রায় ১০ বার গিয়েছেন। এখনও পরিবার থেকে চিকিৎসা চলছে কিন্ত আধুনিক চিকিৎসার জন্য প্রচুর থাকার দরকার। স্বপন মিয়া তার প্রতিবন্ধী শিশু ছেলে চিকিৎসার জন্য জন্য দেশবাসীর ও এলাকাবাসী সহ সমাজবাসীর নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সকলের সহযোগিতায় বাঁচতে পারে হয়ত একটি পরিবার। তাই সবাই এগিয়ে আসি মানবতার কাজে।
প্রয়োজনে মোবাইল :- পিতা স্বপন মিয়া (০১৮৫৫৭১১৬২৯ বিকাশ/০১৭৫১০৭৮১৭৯ নগদ)।