
নিজেস্ব প্রতিবেদনঃ
ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক স্পর্শ হয়ে পুড়ে যাওয়া সেই বালকের পরিবারের পাশে সহোযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব ঠাকুরগাঁও।
জানা যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি এলাকার ৫ম শ্রেনীর ছাত্র অনিক (১৩) অসাবধানতা বসত ইলেকট্রিক শক খেয়ে মুমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
তার এই দুঃসময়ে স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে সভাপতি মোঃ আনিছুর রহমান গত ১৩ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে পরিবারটির পাশে দাড়ান এবং আর্থিক সহোযোগীতা করেন। সে সময় আরো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আব্দুল খালেক, মোঃ ইউনুস আলী প্রমুখ।
মোঃ আনিছুর রহমান অনিকের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, আমরা সবাই বিদ্যুৎ বিষয়ে আরো সচেতন হবো “আর যেন কোনো অনিকের মতো উজ্জ্বল ভবিষ্যৎতে কালো মেঘ নেমে না আসে। তিনি আরো বলেন, মানুষের সেবার মধ্যেই আত্মতৃপ্তি, তাই চেষ্টা করছি অসহায় মানুষের পাশে থেকে কিছুটা সেবা করতে। আমাদের একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। তাই সমাজের স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানান।