নিজেস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। সে সময় চুরি হওয়া একটি পালসার মটরসাইকেল-সহ সফিকুল ইসলাম (৩৫ কে আটক করা হয়। ২৪ আগষ্ট বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও সদর থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, ২৩ আগষ্ট বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সোনার বাংলা রিসোর্টের সামনে থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। বিষয়টি জানার পর ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তর প্রসাদ পাঠকের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ ঠাকুরগাঁও ও সদর থানার এস,আই আরিফকে ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়।

পুলিশের একটি টিম তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার কালিতলা ব্রীজ সংলগ্ন রাস্তার নিচে হইতে চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে। এ সময় চুরির কাজে জড়িত পাশ্ববর্তী দিনাজপুর জেলার খানসামা থানার আঙ্গারপাড়া গ্রামের মোন্তাজ আলীর ছেলে মো: সফিকুল ইসলামকে আটক করা হয়। প্রেস ব্রিফিংকালে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির বলেন, আটককৃত সফিকুল ইসলাম মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। ২৪ আগষ্ট বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: