
বিশ্বনাথ বর্মন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে শুখান পুখুরী ইউনিয়নের মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত সজিব ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভূল্লী থানা পুলিশ
বুধবার (১৬ই আগষ্ট) দুপুরে সদর উপজেলার জাঠিভাঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত সজিব ইসলাম ভূল্লী থানাস্থ শুখানপুখুরী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত রেজাউল করিম ছেলে।
ভূল্লী থানার ওসি জনাব মোঃ দুলাল উদ্দিন জানায় দীর্ঘ দিন থেকে সজীব বিভিন্ন প্রকার মাদকের ব্যবসা করে আসছিলো। যার ফলে তার নামে ওয়ারেন্ট হয়।কিন্তু সে অনেক দিন থেকে পলাতক ছিলো তাই তাকে ধরা সম্ভব ছিলো না।কিন্তু আজকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সজিব বাড়িতে আছে ফলে থানা থেকে তাকে ধরার জন্য একটা টিম পাঠানো হয় এবং তারা তাকে ধরতে সহ্মম হয়।
তিনি আরো বলেন মাদকের সাথে জড়িতো থাকা কোন ব্যাক্তিকেই ছাড় দেওয়া হবে না।