
খালেদ হাসানঃ উদ্ভাবনী কাজে উৎসাহ দিতে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গার্মেন্টস ঝুট ও সুতা দিয়ে পাপোশ তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ২০২৩ ইং তারিখে ঠাকুরগাঁও সদর পূর্ব নারগুন এলাকায় রাইসা কার্পেট হাউস ও লক্ষ্মী কার্পেট হাউসের তত্ত্বাবধানে জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি জয়িতা ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জয়িতা টাওয়ার নির্মান প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুল ইসলাম, জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের, পরিচালক (উপসচিব) শেখ মুহাম্মদ রেফাত আলী, ঠাকুরগাঁও উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ও নারগুন ইউপি চেয়ারম্যান মোঃ সেরেকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, জয়িতা ফাউন্ডেশন এর মাধ্যমে বাংলাদেশে একটি উদাহরণ সৃষ্টি করতে চাই, তারই ধারাবাহিকতায় জয়িতা ফাউন্ডেশনের উদ্যোগে প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বেশ কিছু বাস্তব- কর্মমুখী প্রশিক্ষণ দেয়া হচ্ছে। উদাহরণস্বরূপ ঠাকুরগাঁও জেলার জয়িতা ফাউন্ডেশন প্রকল্পের তত্ত্বাবধায়ক রতনা সিনহার কথা তুলে ধরে বলেন তিনি নিজে জয়িতা ফাউন্ডেশনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং প্রকল্প পরিচালকের সাথে পরামর্শ করে নিজ দায়িত্বে আপনাদের মাঝে প্রশিক্ষণের ব্যাবস্থা করেছেন, আমরা তার বাস্তবমুখী প্রশিক্ষণ ব্যবস্থা দেখে সত্যি অভিভূত। জেলা প্রশাসক মাহবুবুর রহমান প্রশিক্ষণ গ্রহণকারীর উদ্দেশ্যে বলেন আমি আগে দেখতাম এমন প্রশিক্ষণের ব্যাবস্থা ঢাকা বা তার আশেপাশের এলাকায় বেশি হতো কিন্তুু আজ সেটা ঢাকার গন্ডি পেরিয়ে ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা হচ্ছে। আমি আশাবাদী আপনারা সবাই জয়িতা ফাউন্ডেশন এর উদ্যোগে প্রশিক্ষণ গ্রহণ করে নিজের স্বাবলম্বী হবেন এবং অন্যকে স্বাবলম্বী হতে সহযোগিতা ও নারী সক্ষমতা বৃদ্ধি করবেন।।
উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, তিনি জয়িতা ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালাকে সাধুবাদ যানিয়ে বলেন, পরবর্তী প্রশিক্ষণ কার্যক্রমে আমার সকল সার্বিক সহযোগীতা থাকবে এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মহীন নারীরা উদ্যোক্তা হয়ে নিজে স্বাবলম্বী হবে এবং দেশে অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করবে। অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগিতা করেন জয়িতা ফাউন্ডেশনের মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুন নাহার ও ঠাকুরগাঁও জেলার তত্ত্বাবধায়ক রতনা সিনহা এবং প্রশিক্ষণ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন রাইসা কার্পেট হাউস।