জিয়াউল ইসলাম জিয়া,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

কক্সবাজার-৪,আসনের সাবেক সাংসদ ও টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী। তিনি কৃষিশিক্ষা, কৃষি গবেষণা ও সম্প্রসারণের গোড়া পত্তন করেন। একটা জাতির মুক্তি ও একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। কিন্তু এদেশের কতিপয় প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রকারী ও আন্তর্জাতিক চক্রান্তে বিপথগামী ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ নির্মমভাবে নিহত হন ১৯৭৫ এর ১৫ আগস্ট কালো রাতে।

বদি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলা থেকে স্মার্ট বাংলায় রূপান্তরের জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামীতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে উখিয়া টেকনাফের লক্ষ্মী আসন জননেত্রী শেখ হাসিনাকে আপনারা উপহার দিবেন। এই আসনে জননেত্রী যাকে যোগ্য ভালো মনে করবে তাকেই নৌকার টিকেট দিবে তারজন্য আমরা সকলে মিলে নৌকাকে জয় করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।

১৫ আগস্ট কাল রাতে বঙ্গবন্ধুর পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন সকলের জন্য আপনারা দোয়া করবেন এবং জননেত্রী শেখ হাসিনাকে মহান আল্লাহ যাতে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করে এবং উনার দীর্ঘায়ু কামনায় সকলে দোয়া করবেন।

তিনি আরো বলেন,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাহারছড়া ইউনিয়নে ১১ হাজার মানুষের জন্য বনভোজের খাবার বিতরন করেছি। এর আগে ১৪ আগস্ট সাবরাং ইউনিয়নে ১২ হাজার মানুষের গণভোজের খাবারসহ মোট ২৩ হাজার মানুষের গণভোজের খাবার বিতরন করেছি।

কিন্তু আমি আমার পরিবারের জন্য করি নাই। শুধু করেছি, কাঠুরিদের কথা চিন্তা করে,জেলেদের কথা চিন্তা করে, রিক্সাওয়ালার কথা চিন্তা করে, টম টম ড্রাইভারদের কথা চিন্তা করে , কৃষকদের কথা চিন্তা করে, ক্ষেতে খাওয়া মানুষের কথা চিন্তা করে,সব সময় গরিবের কথা চিন্তা করে এমনকি অসহায় মানুষের কথা চিন্তা করেছি। এটাই আমার মূল কাজ। যতদিন বেঁচে আছি ততদিন গরীব মেহনতি মানুষের পাশে সাহায্য করে যাবো।

১৫ই আগষ্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলহাজ্ব আবদুর রহমান বদির অর্থায়নে, জাতীয় শ্রমীকলীগ,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ কৃতক আয়োজিত বাহারছড়া ইউনিয়নে খতমে কুরআন তেলাওয়াত , আলোচনা সভা ও গণভোজের আয়োজন অনুষ্ঠিত হয়।

কক্সবাজার-৪,(উখিয়া-টেকনাফের) সাবেক এমপি ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদির অর্থায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকীর মাসব্যাপী দোয়া ও ৭০ হাজার মানুষের গণভোজের কর্মসূচির অংশ হিসেবে বাহারছড়া ইউনিয়নে ২য় ধাপে ১১ হাজার মানুষের গণভোজের সভার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

১৬ আগস্ট মঙ্গলবার-২০২৩ বাহারছড়া ইউনিয়নে প্রত্যেক সভাস্থলে সকাল ৮ টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কাল পতাকা উত্তোলন,কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিককৃতিতে মাল্যদান সকাল ১০ টায় খতমে কুরআন, নেতৃবৃন্দের উপস্থিতিতে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজের মধ্য দিয়ে ,সকাল ১১ টায় বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইলিয়াসের সভাপতিত্বে,বেলা ১২টায় বাহারছড়া ইউনিয়ন পরিষদের মাঠে ইউপি ৬ নং ওয়ার্ডের মেম্বার হাফেজ আহমদ এর সভাপতিত্বে, দুপুর ২ ঘটিকার সময় শাপলাপুর ফুটবল খেলার মাঠে জাতীয় শ্রমীকলীগ বাহারছড়া ইউনিয়নের সভাপতি শফিউল কাদের কালু’র সভাপতিত্বে ১১ হাজার মানুষের গণভোজন আয়োজিত অনুষ্ঠান সমাপ্ত করেন সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি।

প্রধান বক্তা বক্তব্য রাখেন,জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জাফর আহমদ,বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর,সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর সিআইপি,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম, উপজেলা শ্রমীকলীগের সভাপতি শাহাজাহান মিয়া,বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ও সাবেক এমপি বদি, শাহীন আক্তার চৌধুরীর ছেলে শাওন আরমান।

অন্যান্যদের মধ্যে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, ইউনিয়ন পরিষদের সকল মেম্বার,১১হাজার জনসাধারণ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: