
আব্দুল কাদের, জেলা প্রতিনিধি :
জয়পুরহাট শহর যানজট মুক্ত করতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধভাবে পার্কিং ও ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জয়পুরহাট ট্রাফিক পুলিশ। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ধানমন্ডি মোড়, পূর্ব বাজার, সদর রোডে জয়পুরহাট জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক জনাব মোঃ জামিরুল ইসলাম এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জয়পুরহাট জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ জামিরুল ইসলাম জানান, সড়কের দুই পার্শ্বে মটরসাইকেল, ব্যাটারী চালিত অটোভ্যান ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার কারণে শহরের ভিতরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সকলের অবগতির জন্য সর্তকতায় হ্যান্ড মাইকিং এর মাধ্যমে বলা হয় কোনো অবস্থাতেই সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসাতে পারবেন না। তিনি আরো জানান-ট্রাফিক পুলিশের এই যানজটমুক্ত শহর গড়ার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে। আমরা সবাই সচেতন হয়ে সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনাও কমে যাবে। বিশেষ এ অভিযানে ট্রাফিক পুলিশের (টি.আই) নাজমুল হোসেন, ফরিদ হোসেন, ট্রাফিক সাজেন্ট দেলোয়ারসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।