
- স্টাফ রিপোর্টার,ইঞ্জিনিয়ার সাব্বির হাসান
অদ্য ২৮/১০/২০২২ তারিখে বিকাল ৩.৩০ ঘটিকায়, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন বগুড়ার আয়োজনে বাছাই ফুটবল লিগ ২০২২-২৩ এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়। উক্ত বাছাই লিগের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, বগুড়া জনাব, মোঃ জিয়াউল হক, বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন-বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোঃ মাছুদুর রহমান মিলন, জেলা ক্রীড়া অফিসার- মোঃ মাসুদ রানা, সান্তাহার পৌরসভার মেয়র জনাব তোফাজ্জল হোসেন ভুট্টু, এসময় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি জনাব
একেএম আছাদুর রহমান দুলু, কোষাধ্যক্ষ ও আহবায়ক, লিগ কমিটির জনাব শামীম কামাল শামিম, নির্বাহী সদস্য সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, আবু সুফিয়ান সফিক, জনাব মুক্তার আলম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য জনাব, ইমদাদুল হক রতœ, জামিলুর রহমান জামিল, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধঅরণষ সম্পাদক জনাব শফিকুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক জনাব শহিদুল ইসলাম স্বপন, নির্বাহী সদস্য দিলরুবা আমিনা আক্তার বানু সুইটি, সাবেক সভাপতি-খাজা আবু হায়াত হিরু প্রমুখ। আজকের খেলায় অংশগ্রহণ করে- সান্তাহার ফুটবল একাডেমী বনাম সাজ্জাদ স্পোর্টিং ক্লাব। খেলাটি গোল শূণ্য ড্র হয়।