
শেফাইল উদ্দিন
সৌদি আরবের রাষ্ট্রীয় সাহায্য সংস্থা “কিং সালমান সেন্টার” এর অর্থায়নে দেশের অন্যতম এনজিও সংস্থা “আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন” এর সার্বিক ব্যবস্থাপনায় কক্সবাজার জেলা সদর উপজেলা, রামু উপজেলা, উখিয়া উপজেলার হতদরিদ্র পরিবার ও রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর ) সকাল ১০ টায় রামু উপজেলায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আ’লা মোহাম্মদ হুসামুদ্দিন সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন- কিং সালমান রিলিফ সেন্টারের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার ফাহাদ আল মাজি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার (সদর- রামু) ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ছালামত উল্লাহ, মোঃ ওয়ায়েস, মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন, চীফ একাউন্টিং বোরহান উদ্দিন ও সাংবাদিক তৈয়ব জালাল।
এদিকে ১২অক্টোবর কক্সবাজার সদর উপজেলা ও উখিয়া উপজেলার হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সদর উপজেলার খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান।
উখিয়া উপজেলার হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।
এসব খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- কিং সালমান রিলিফ সেন্টারের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার ফাহাদ আল মাজি।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন-ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবুল আ’লা মোহাম্মদ হুসামুদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ছালামত উল্লাহ, মোঃ ওয়ায়েস, মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন ও চীফ একাউন্টিং বোরহান উদ্দিন প্রমুখ