(১৯ জুন ২০২২ইং) রবিবার বিকাল ৪টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা ঐতিহাসিক মহাস্থানগড়ে বজ্রপাতে ৮জন আহত, ৩ জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সরে জমিন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে রবিবার বিকাল ৪টায় মহাস্থানগড় উত্তর পাড়া কালিদহ সাগরের উঁচু টিলার উপর ইউক্যালিপটাসের বাগানে জুয়া খেলা অবস্থায় বজ্রপাতে ৮জন আহত হয় । আহতরা হলো জালুর পুত্র জুয়েল (৩২), শফিকুলের পুত্র সুমন( ২৫), আইয়ুবের পুত্র মোমিন (২৫), কিয়ামতের পুত্র এলিম, সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনের পুত্র রব্বানী, ,মৃত আবুলের পুত্র মন্টু(৫০), মৃত ইছাহকের পূত্র মুন্টু (৫৫), আলেমের পুত্র ডিপলু (৩৫)।এদের মধ্যে শফিকুলের (মজিদার) পুত্র সুমন, কিয়ামতের পুত্র এলিম ও আলাউদ্দিনের পুত্র রব্বানীকে আশংকা জনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে উল্লেখিত স্থানে এলাকার কিছু যুবক একত্রিত হয়ে প্রায়ই জুয়া খেলে বলে এলাকা বাসী জানান। অভিজ্ঞ মহল স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জুয়ারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

—-
নুরনবী রহমান সংবাদ কর্মী বগুড়া।
০১৭১১-৭১৭০১৫/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!