জীবন যেখানে যেমন
আয়শা সাথী
——+—-

জীবনটা কি সত্যিই রংহীন?
রঙিন করার দায়িত্বটা শুধুই কি জীবনদাতার,
নাকি জীবনগ্রহীতার উপরও কিছুটা বর্তায় ?

প্রবাহমান নদীর এপাড় হতে ওপাড়,
সুচারু নাবিকের ন্যায় পাড়ি দেয়া
উপভোগ্য সৌন্দর্য সাথে বিজয়।
কিন্তু…..
কিন্তু হিসেবের ছিটেফোঁটা গরমিল
নিমেষেই বেসামাল গন্তব্য!
আর নদীর ওপাড়টা?
ওটাতো বাপু ওপাড় হয়েই রয়ে গেল।
ওপাড়ে দাঁড়িয়ে ছেড়ে-আসা পাড়টা,
পাড়ের দূরত্বটা দেখতে কেমন লাগে
বোঝার সৌভাগ্যটুকুও হয়তো মিললো না।

সব কিছুই আপেক্ষিক।
একই তো নদী!
কারো কাছে তা অনাবিল সৌন্দর্য
তো কারো কাছে সাক্ষাৎ মৃত্যুপুরী!
সবটাই শুধু নদীটাকে আয়ত্ত্ব করার সামর্থ্যের খেলা।
কী অদ্ভুত না ব্যাপারটা?
সত্যিই ভাবতেই অবাক লাগে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: