
স্টাফ রিপোর্টারঃ
স্বতন্ত্র প্রার্থী অধিকার রক্ষা পরিষদের পক্ষ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বৃহস্পতিবার অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়লাভ করেন জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এতে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন জায়েদা খাতুন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
টেবিল ঘড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করা জায়েদা খাতুনের ছেলে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। অবশ্য তিনি নিজেও স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। কিন্তু ঋণখেলাপি দেখিয়ে তাঁর প্রার্থিতা শেষ পর্যন্ত বাতিল হয় যা অত্যন্ত দুঃখজনক। তার প্রার্থিতা বাতিল করলেও জাহাঙ্গীর আলম তার মা’কে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করান। মায়ের পক্ষে দিন-রাত প্রচার প্রচারণা চালিয়েছেন তিনি। জায়েদা খাতুনের জয়লাভ করা পিছনে সন্তান জাহাঙ্গীর আলমের কঠোর পরিশ্রমের সুফল বলে আমরা মনে করছি। স্বতন্ত্র প্রার্থী অধিকার রক্ষা পরিষদের পক্ষ থেকে জাহাঙ্গীর আলম ও তার মা নবনির্বাচিত মেয়ের জায়েদা খাতুন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।