
জামালগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ছোট নৌকাযুগে হালিয়ার হাওরে মাছ ধরা শেষ করে আসার সময় বৃষ্টিপাতের পাশাপাশি হঠাৎ আকষ্মিক বজ্রপাতে এক যুবক নিহত হয়েছে। নিহত মোকসুদুল মিয়া(২৫) উপজেলার উত্তর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের নুর আলমের ছেলে। জানা যায় যে এসময় তার সাথে ছয় জন জেলে হালির হাওরে মাছ ধরতে গেলে বাড়ি ফেরার সময় আনুমানিক রাত ০২.১০ ঘটিকায় আকস্মিক বর্জ্যপাত শরীরে পড়িলে তার শরীরের বিভিন্নস্থানে জলসে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন।এসময় অন্যান্য জেলেরা সামান্য আহত হয়।
খবর পেয়ে জামালগঞ্জ থানার এসআই মোঃ কামরুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
এ বিষয়ে জামালগঞ্জ থানার( ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের মুঠোফোনে জানান রাতে মাছ ধরতে গিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা গেছে। আমাদের অফিসার ওখানে আছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।