
তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তাড়াশ উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো: সোহেল রানার সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম,তাড়াশ পৌর মেয়র আব্দুর রাজ্জাক, তাড়াশ পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম, বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক, সগুনা ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্রু ও মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট সহ আরো অনেকেই।