
জাতীয় স্থানীয় সরকার দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃ আরাফাত আবির
বাকেরগঞ্জ সংবাদদাতা।
বরিশাল জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে বিকাল ৫ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদের অডিটরিয়ামে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউপি চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির ও স্থানীয় ব্যক্তি বাদল মাষ্টার পরিষদ চত্বরে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় দেশের তৃণমূল পর্যায়ে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য সেবা, কৃষি, বিদ্যুৎ সহ শেখ হাসিনা সরকারের গরীব অসহায়দের জন্য উপহার গৃহনির্মাণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সকলের জন্য পেনশন স্কীম সুবিধা, বিষয়ে সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে, স্থানীয় সরকারের চিত্র তুলে ধরেন। ইউনিয়নের উন্নয়ন মূলক কর্মকান্ডের উপর বক্তব্য রাখেন। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৬ টায় সভাপতির বক্তব্য শেষে সমাপ্তি ঘোষণা করেন।