
স্টাফ রিপোর্টার৷৷
শ্যামা বিশ্বাস মাগুরা জেলায় জন্মগ্রহণ করে শৈশবকাল থেকে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে সুনাম অর্জন করে আসছে। বর্তমানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ছেন।সাংস্কৃতিক অঙ্গনের প্রতিভা ধারাবাহিকতায় এবারও জাতীয় শিক্ষাসপ্তাহ ২০২৩ সালে গতো ১৫ই মে ২০২৩ তারিখে মাগুরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ নৃত্যে প্রথম স্থান অধিকার করেছে । সে ছোটবেলা থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২শতাধিক বারের বেশি পুরস্কার ও সনদপত্র অর্জন করেছে ।জাতীয় শিশু প্রতিযোগিতাতেও অসংখ্যবার পুরস্কৃত হয়েছে। বাংলাদেশ বিটিভিরও বিভিন্ন প্রতিযোগিতায় সে সাধারণ নৃত্য, লোক নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্যে পুরস্কৃত হয়েছে।আজ ২৭শে মে ২০২৩ জাতীয় শিক্ষা সপ্তাহে খুলনায় বিভাগীয় পর্যায়ে নজরুল সংগীত ও উচ্চাঙ্গ নৃত্যে সে অংশগ্রহণ করেছে।আপনারা সবাই এই গুণী বালিকার জন্য শুভ কামনা করবেন সে যেন পড়াশোনার পাশাপাশি এই প্রতিভা ধরে রাখতে পারে। তার পিতা বাবু সুবাস বিশ্বাস
মাতা সুইটি বিশ্বাস সকলের কাছে আশীর্বাদ চাচ্ছেন। তাদের একমাত্র মেয়েকে যেন সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত রেখে ভালো মানুষ তৈরি করতে পারেন।