
মোঃ আল আমিন ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস্ এর সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে জলঢাকা উপজেলায় স্কাউট আন্দোলন জোড়দার করার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি ) এবি এম সারোয়ার রাব্বি, ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র দেবীগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন,
সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আকবার আলী, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মুশফিকুররহমান,সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান,সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, বাংলাদেশ প্রেসক্লাব জলঢাকা উপজেলা শাখার সভাপতি গোলাম রব্বানী ডলার,প্রধান শিক্ষক মোছা: এলিনা পারভীনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্কাউট ও কাব ইউনিট লিডার গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ স্কাউটস এর ত্রি বার্ষিক কাউন্সিলে উপজেলা স্কাউটের কমিশনার বঙ্কিম চন্দ্র রায়,সাধারণ সম্পাদক মর্তুজা ইসলাম,কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম লাবলুকে ঘোষনা দেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ময়নুল ইসলাম মহোদয়।