
আল আমিন ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষে অত্র প্রতিষ্ঠানের ৬ ষ্ঠ ও ৭ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অত্র প্রতিষ্ঠানের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ রোকনুজ্জামান চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকবৃন্দ।