
মোঃ আলামিন ইসলাম জলঢাকা উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় গতকাল সোমবার স্থানীয় ভূমি অফিস কার্যালয়ে ভূমিসেবা সপ্তাহ ২০২৩এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার সংলাপ করা হয়েছে। উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। বক্তব্য রাখেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা রেজোয়ানুল কবীর, ওসি( তদন্ত) বিশ্বদেব রায়, পৌর ভূমি তহসিলদার সুধীর চন্দ্র, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার( ভূমি) জিন্নাতুল ইসলাম। স্মার্ট ভূমিসেবায় আপনাকে স্বাগত এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুধীজন সাংবাদিকবৃন্দ প্রমূখ। উদ্বোধনীতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমার উপজেলার মধ্যে বাসস্ট্যান্ডে সরকারি জমিতে কিছু বাস টিকিট কাউন্টার নির্মিত হয়েছে, সে গুলো পূর্নবাসিত হউক তা এসিল্যান্ড মহোদয় এর প্রতি আহবান জানান।