এস কে সাজেদুল হক চিতলমারী বাগেরহাটঃ
দেশে হাইব্রিড বীজ প্রবর্তনকারীদের অন্যতম কর্ণধার এগ্রি কোলা লিমিটেড শশা তুষারা এর ওপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। এগ্রি কোলা লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মোঃ ফারুক হুসাইনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রিক জিয়ান লিমিটেড এর নেদারল্যান্ড প্রতিনিধি (সেলস ম্যানেজার) আহমেদ টুনালি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিডার রিক জিয়ান ভারত প্রতিনিধি মি. প্রসানা,এগ্রি কোলা লিমিটেডের ব্যাবস্থপনা পরিচালক এটি এম মজরুল হাসান,মীরা সীড এর পরিচালক সাঈদ মামুন, কাজী নজির হোসেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার। এসময় অতিথিরা বলেন ‘ আমাদের আমদানি করা বীজ দিয়ে
বাংলাদেশে হাইব্রিড বীজের যাত্রা শুরু করেছি। দেশে উন্নত মানের বীজের প্রচলন। এখন নতুন প্রজন্মের দায়িত্ব হলো আমদানি নির্ভরতা কাটিয়ে রপ্তানি সক্ষম করে তোলা।এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও কৃষকের উন্নত বীজ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এটি এম মজরুল হাসান বলেন, দেশের বীজ খাত খুব ভালো করেই সম্প্রসারিত হচ্ছে।প্রজন্ম থেকে প্রজন্ম এই খাতে নিয়োজিত থাকলেই শুধু সফলতা পাওয়া সম্ভব। বিশ্বের বীজ কোম্পানির অভিজ্ঞতার আলোকে তিনি এ কথা বলেন।এসময় প্রায় দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: