
সাজ্জাদ চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চিতলমারী ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভুমিসেবা সপ্তাহ অনুষ্ঠানে সভাপতিত্বকরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা। অনুষ্ঠানটি গত ২২ মে সকাল ৯:৩০ মিনিটে ভূমি অফিস চত্তরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিশাল এক র্যালী ভূমি অফিস চত্তর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ভূমি অফিসে এসে সমাপ্ত হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশোক কুমার বড়াল উপজেলা পরিষদ চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ বাবুল হোসেন খান সভাপতি উপজেলা আওয়ামী লীগ। আরো উপস্থিত ছিলেন, বেদবতী মিস্ত্রী সহকারী কমিশনার ভূমি, ডাঃ মোঃ মামুন হাসান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, গন্যমাণ্য ব্যাক্তিগণ, স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।
সভায় “স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ” এই প্রতি পাদ্যের উপর বক্তরা গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং বলেন নামজারি, পর্চা, দাখিলা এই সকল বিষয়ে জনগণের কোনো প্রকার ভোগান্তি না হয়,সেদিকে লক্ষ্য রাখতে হবে।