
শেখ শাহিদুল ইসলাম স্টাফ রিপোর্টার।
বাগেরহাটের চিতলমারীর চর বড়বাড়িয়া গ্রামের এক মাদকসেবীর ধারালো অস্ত্রের আঘাতে অপর মাদকসেবী নিহত হয়েছে। মাদকসেবীদের গ্রেফতার অভিযানের সময় চিতলমারী থানার ওসি তদন্ত সহ এস আই আহত হয়ে চিতলমারী হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রত্যদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার চর বড়বাড়িয়া গ্রামের সুন্দর আলী শেখের পুত্র মাদকসেবী শাহীন শেখ (২৫) এর সাথে একই গ্রামের রশিকলাল হীরার পুত্র কৃষ্ণপদ হীরা (৫৫) মাদক সেবন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কৃষ্ণপদকে ছুরিকাঘাত করলে তাৎণিক ভাবে তার আত্মীয় স্বজনরা চিতলমারী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই রাতেই কৃষ্ণপদ হীরা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ১৭ সেপ্টেম্বর সকাল অনুমান ১১টায় চিতলমারী থানার ওসি তদন্ত মোঃ রবিউল ইসলাম (৪৭) ও এস আই রেজাউল করিম (৫০) সহ সঙ্গীয় ফোর্স নিয়ে চর বড়বাড়িয়া শাহীন শেখকে গ্রেফতারের জন্য একটি অভিযান চালায়। শাহীন শেখ তার নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় পুলিশ ঘরের দরজা খুলতে বললে দরজা খুলেই মাদকসেবী শাহীন ওসি তদন্ত রেজাউল করিম এর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে এস আই রেজাউল করিম তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তার বাম হাতে শাহীন শেখ লোহার রড দিয়ে আঘাত করলে হাতটি ভেঙ্গে যায়। এক পর্যায়ে অন্যান্য পুলিশরা মিলে শাহীন শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে ওসি তদন্ত মোঃ তরিকুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যার ঘটনার জের ধরে রোববার আমরা শাহীন শেখকে গ্রেফতারের উদ্দেশ্যে চর বড়বাড়িয়া একটি অভিযান চালাই। এ সময় তার হাতে থাকা লোহার রড দিয়ে আমাদের উপর হামলা চালায়। আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
চিতলমারী হাসপাতালের আর এম ও মুক্তি বিশ্বাস জানান, বেলা অনুমান ১২টার সময় আহত অবস্থায় দুই জন পুলিশ চিতলমারী হাসপাতালে আসেন। তাদেরকে আমরা চিকিৎসা দিয়ে ভর্তি করেছি। তাদের অবস্থা আশংকাজনক।