
এস কে সাজেদুল হক
চিতলমারী বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে ৭৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৯ আগষ্ট ২শতক জমিসহ গৃহ হস্তান্তরের উদ্দেশ্যে সাংবাদিক দের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ৮আগষ্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেদবতী মিস্ত্রী নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)।
উক্ত সভায় আলোচিত চিতলমারীতে ভূমিহীন ও গৃহহীন তালিকায় ৪৪১টি পরিবার বাছাই করা হয়। ইতোপূর্বে ১ম ও ৪র্থ পর্যায়ে ২৫২টি গৃহ হস্তান্তর করা হয়েছে। এসকল ভূমিহীন ও গৃহহীন পেয়েছে আশ্রয়স্থল,বদলে গেছে তাদের দিন, জীবনযাত্রায় যুক্ত হয়েছে এক নতুন দিগন্ত। এরই ধারাবাহিকতায় আগামী ৯ আগষ্ট ২০২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের বিভিন্ন উপজেলার ন্যায় চিতলমারীতে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে ৭৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে কবুলিয়াত সম্পাদনের মাধ্যমে ২শতক খাস জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোধন করবেন।
চিতলমারী উপজেলার হাড়িয়ারঘোপ মৌজায় ০১ গ্রামে নির্মিত গৃহসমুহ হস্তান্তরের মাধ্যমে ৭৮ পরিবারকে পুনর্বাসিত করা হবে।প্রতিটি গৃহের নির্মাণ ব্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২,৮৪,৫০০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন মোঃ বাবুল হোসেন খান সভাপতি উপজেলা আওয়ামী লীগ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব, মোঃ কামাল হোসেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ সিফাত আল মারুফ উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ সোহরাব হোসেন যুব উন্নয়ন কর্মকর্তা সহ প্রমূখ কর্মকর্তা গণ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।