
এস কে সাজেদুল হক চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
দিবসটি উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। সরকারের বিভিন্ন প্রকার উন্নয়নের চিত্র স্থানীয় সরকার মেলার স্টলের মাধ্যমে তুলে ধরেন।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না,উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হেলেনা পারভীন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুক্তি বিশ্বাস,ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ালিউজ্জামান ও অর্চনা দেবি ঝর্ণা, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোঃ বেল্লাল হোসেন, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, সূধীজন, স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।