এস কে সাজেদুল হক চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে ১৫আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
গত ১৫ আগষ্ট সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত শোক দিবস পালিত হয়।উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেদবতী মিস্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, পরে এক বিশাল শোক র‍্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে সমাপ্ত হয় এবং পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জোহর বাদ মসজিদে বিশেষ দোয়া ও মন্দিরে, গীর্জায় প্রার্থনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অশোক কুমার বড়াল চেয়ারম্যান উপজেলা পরিষদ, সাবেরা কামাল স্বপ্না মহিলা ভাইস চেয়ারম্যান, মোঃ বাবুল হোসেন খান সভাপতি উপজেলা আওয়ামী লীগ, পীযূষ কান্তি রায় সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, ডাঃ মোঃ মামুন হাসান, এ এইচ এম কামরুজ্জামান খান ওসি, মোঃ নজরুল ইসলাম আহবায়ক উপজেলা আওয়ামী যুবলীগ এবং আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা গণ, বীর মুক্তিযোদ্ধা গণ, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা বৃন্দ, এন জি ও কর্মকর্তা বৃন্দ, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ, সূধীজন, স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।
অপর পক্ষে সকাল ৮ টায় উপজেলা আওয়ামী লীগ পার্টি অফিসে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়, পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১৫ আগষ্টে বঙ্গবন্ধুসহ সকল শাহাদাত বরণ কারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সকাল ৮ :৩০ মিনিটে পার্টি অফিস থেকে বিশাল এক শোক র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
এসময়ে উপস্থিত ছিলেন মোঃ বাবুল হোসেন খান সভাপতি উপজেলা আওয়ামী লীগ, পীযূষ কান্তি রায় সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ এবং আওয়ামী সংগঠনের সকল নেতা-কর্মী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: