এস কে সাজেদুল হক চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস- ২০২৩ পালিত হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন,চিতলমারী ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বাগেরহাট আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন।
দিবসটির শুরুতে বিশাল এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে সমাপ্ত হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
” পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার ” এই প্রতিপাদ্যের আলোকে বক্তারা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ ও মোঃ আরিফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ, আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম, সুখী মানুষ, সূধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: