
চট্টগ্রামে লোহাগাড়ার প্রতিনিধিঃ
আরিফুল ইসলাম
চট্টগ্রামে লোহাগাড়া উপজেলা চরম্বা ইউনিয়নে নয়া বাজারে আওয়ামী লীগ অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৮ ডিসেম্বর) রাত দুইটার দিকে অফিসে হামলা ও ভেতরে থাকা আসবাবপত্র ভাংচুর করা হয়। এ সময় এলাকার জনগণ টের পেয়ে এগিয়ে আসলে ভাংচুরকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে লোহাগাড়া থানায় মামলা দেওয়া হয়েছে।
অপরদিকে সোমবার ( ০৮ ডিসেম্বর ) গভীর রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের নয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছাব উদ্দিনের নিজস্ব অফিসের চেয়ার ভাংচুর করে দুর্বৃত্তরা। অফিসটিতে দলীয় নেতাকর্মীগণ বসতেন বলে জানা গেছে।
চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছাব উদ্দিন জানান এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।