মোঃ আবুল কাশেম, জেলা প্রতিনিধি, দৈনিক প্রতিবাদ নিউজ, ভোলা, বরিশাল, বাংলাদেশ।

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে, ভোলা জেলার ও সমগ্র বাংলাদেশের সর্ববৃহৎ আয়তন ও ক্ষেত্রফল বিশিষ্ট এবং বিগত প্রায় পনের বছরের আওয়ামীলীগ সরকারের আমলে, সরকারী হাজার হাজার কোঠি টাকা দিয়ে গড়ে ওঠা ও প্রায় চার লক্ষাধিক জনগোষ্ঠি দিয়ে দখলীয় বর্তমান আধুনিক চরফ্যাসন উপজেলায় মাত্র, দশ-বারো টি গোত্রের নাটকীয়তায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উক্ত গোত্রগুলোর দ্বারা চরফ্যাসন উপজেলায় প্রায় বারোটি গেইট দেখা গেছে। চরফ্যাসন পৌর এলাকার ফাতেমা মতিন মহিলা কলেজ ও চরফ্যাসন থানা অফিস মধ্যবর্তী জনচলাচল সড়কের পাশ্ববর্তী ওয়ালে- দেওয়ালে, বাংলাদেশ ছাত্রলীগ চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি ও সেক্রেটারির প্রচারিত- মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যের শ্রদ্ধাঞ্জলি পোষ্টারের বহুল ব্যবহার দেখা গেছে। শোক দিবসের উপর শ্রদ্ধাঞ্জলী প্রদর্শন করে চরফ্যাসন সদর রোডে সাতটি অস্থায়ী (লোক দেখানো) গেইট, অধ্যক্ষ নজরুল সড়কে বা কলেজ রোডে বা উপজেলা অফিস সড়কে তিনটি অস্থায়ী (লোক দেখানো) গেইট এবং চরফ্যাসন থানা রোডে দুইটি অস্থায়ী (লোক দেখানো) গেইট নির্মান করা হয়েছে। সদর রোডের গেইটগুলোর সৌজন্যে- চরফ্যাসন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চরফ্যাসন উপজেলা বাজার কমিটির মনির উদ্দিন চাষী, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন্দ, বাংলাদেশ আওয়ামীলীগ চরফ্যাসন পৌর শাখা, স্থানীয় সাংসদ, চরফ্যাসন পৌর মেয়রের নাম দেখা গেছে। কলেজ রোডের গেইটের সৌজন্যে- আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চরফ্যাসন উপজেলা শাখা, জাতীয় শ্রমিকলীগ চরফ্যাসন পৌর শাখা এবং চরফ্যাসনের সরকারি চতূর্থ শ্রেণি কর্মচারী কল্যান পরিষদের নাম দেখা গেছে। থানা রোডের গেইটের সৌজন্যে- কৃষকলীগ চরফ্যাসন পৌর শাখা এবং মৎসজীবীলীগের জসিম উদ্দিন হাওলাদারের নাম দেখা গেছে। ছবিতে- জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জনাকীর্ন জনসভায় জ্যাকবকে বক্তব্য দিতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: