
নিজস্ব সাংবাদদাতা
গফরগাঁও সরকারি কলেজ ময়মনসিংহে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার এর কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ইউনিট কর্তৃক ১.০০ ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালিত হয় ।
এ কর্মসূচীতে ইউনিট সভাপতি অধ্যক্ষ প্রফেসর কামরুল ইসলাম এর নেতৃত্বে সকল শিক্ষক অংশগ্রহণ করেন ।
এ কর্মসূচীতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব সুবীর দাশ , ইউনিট সম্পাদক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো : মুনতাসীর মোর্শেদ , দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল আলম ভূঁইয়া , হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও ইউনিট কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম প্রমুখ ।
বক্তারা গফরগাঁও সরকারি কলেজে শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন ও দোষীদের আইনের আওতায় আনার জোর দাবী জানান । এছাড়াও কর্মস্থলে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান, বিশেষ করে কভিড পরবর্তী ক্ষতি পুষিয়ে নিতে এবং ২০২৩ সালে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের এই সময়ে এমন ঘটনা আমাদের রূপকল্প ২০৪১ বাস্তবায়নের পথে অনেক বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়।