জিয়াউল ইসলাম জিয়া
স্টাফ রিপোর্টার

সবাইকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা।বিশ্বের ১২১টি দেশে একযোগে এই দিনে ফিজিওথেরাপি দিবস পালন করা হয়।

বিশ্ব ফিজিওথেরাপি দিবসের এবারের প্রতিপাদ্য ‘বাত-ব্যথা ও অস্থিসন্ধির প্রদাহে ফিজিওথেরাপি চিকিৎসা’

ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানান, ফিজিওথেরাপি চিকিৎসা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর বাত-ব্যথা বা আঘাতজনিত ব্যথার মতো স্বাস্থ্যসমস্যা নির্ণয় করে পরিপূর্ণ চিকিৎসাসেবা দেন।

আমরা ফিজিওথেরাপি মানে শুধু ব্যায়াম বা মেশিন ব্যবহার বুজি….এমন ধারণা সম্পূর্ণই ভুল। ফিজিওথেরাপিতে কোনো সাধারণ ব্যায়াম প্রয়োগ করা হয় না। আবার মেশিন বলতে আপনারা যেগুলো চেনেন সেগুলোও মামুলি বিষয় নয়। ইলেক্ট্রো থেরাপি, থেরাপিউটিক এক্সারসাইজ, মেনুপুলেশন, মেনুয়াল থেরাপি, মোবিলাইজেশন ইত্যাদি প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজন ওষুধ প্রয়োগের মত সঠিক ডায়াগনোসিস। সঠিক ডায়াগনোসিস ছাড়া ফিজিওথেরাপি প্রয়োগে রোগী পঙ্গুও হয়ে যেতে পারে। তাই ইন্টার্নশীপ সহ ৫ বছরের ডিগ্রিদারি ফিজিওথেরাপি চিকিৎসক ছাড়া আর অন্য কারও এই চিকিৎসা প্রদান, এমনকি প্রেস্ক্রাইব করারও আইনগত বৈধতা নেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: