রাউজান প্রেসক্লাবের জরুরী সাধারণ সভা গতকাল বুধবার বিকেলে সংগঠনের সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়েরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন মিঞাজী, সহ সভাপতি এম. মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবি, অর্থ সম্পাদক কেএম বাহাউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক একে বাবর, তথ্য ও গবেষণা সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী প্রমুখ। সভায় রাউজান প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।