
চট্টগ্রামের মোহরায় ২য় তম আজিমুশান ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠি
গাউছিয়া আহমদিয়া এমদাদীয়া খেদমত কমিটি মোহরা কালুরঘাট শাখার ব্যবস্থাপনায় ২য় তম আজিমুশান ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিল ২০শে রবিউল আওয়াল, ১৭ অক্টোবর বাদে মাগরিব চান্দগাও থানাস্থ মোহরা ইস্পাহানী জমে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া কেন্দ্রীয় কার্যকরি সংসদের সচিব শেখ মোহাম্মদ আলমগীর। সংগঠনের সভাপতি মোহাম্মদ রাশেদ এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা ডক্টর মাসুম বাকী বিল্লাহ কাদেরী,,,
তিনি বলেন ঈদে মিলাদুন্নবী (স:) শুধু আমরা দুনিয়ার মানুষেরা পালন করি তা নয়, রাসুল (স:) এর মিলাদুন্নবী স্বয়ং আল্লাহ পাক পালন করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন শাহ্ এমদাদীয়া বোয়ালখালী উপজেলার দারুত্বায়ালীম প্রতিনিধি মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ আল কাদেরী, পটিয়া দায়রা শাখার দারুত্বায়ালীম প্রতিনিধি মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদীন আল কাদেরী, ধলই দায়রা শাখার দারুত্বায়ালীম প্রতিনিধি হাফেজ মাওলানা মোহাম্মদ রিদোয়ান হোসাইন সিদ্দিকী।
বক্তারা বলেন রাসুল (স:) এর আদর্শ সঠিকভাবে ধারণ করতে পারলে কখনো পথভ্রষ্ট হবেনা।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর কার্যকরি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন তাহের, সাংগঠনিক সম্পাদক আই এইচ মোহাম্মদ মিয়া, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সোহেল চৌধুরী, চান্দগাও থানা কার্যকরি সংসদের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম রুবেল।
মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতা করেন সংগঠনের সদস্য মোহাম্মদ ছাদেক, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ নওশাদ, মোহাম্মদ কাওসার, মোহাম্মদ
আলিম, মোহাম্মদ আলী, মোহাম্মদ রবিন, মোহাম্মদ সাইদ, মোহাম্মদ ছালাম সহ অন্যন্যা কর্মকর্তা ও সদস্যবৃন্দ।