
জিয়াউল ইসলাম জিয়া,স্টাফ রিপোর্টার
শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের দৌরাত্ম চলছেই,
মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় প্রকাশ্য দিবালোকে বার্মা কলোনী মোড়ে ইমরান হোসেন নামক এক যুবককে কুপালো, তালিকাভুক্ত কুখ্যাত সন্ত্রাসী সাইফুল গ্রুপ!
আশংঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি! থানা সংলগ্ন এলাকায় গত ৫/৭ বছর ধরে ধারাবাহিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটালেও প্রশাসন এই গ্রুপটির বিরুদ্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে পারেনি! গত ২০ আগষ্ট-২৩, বায়েজিদ থানাধীন মোহাম্মদনগর এলাকায় মাঝরাতে গোলাগুলি ও দলীয় কার্যালয়ে হামলা মামলায় সাক্ষী হওয়ার কারনে আজ শিকার হয়ে মোহাম্মদনগর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেনের জীবন এখন সংকটাপন্ন!এর প্রতিকার চাই এলাকাবাসী,অবিলম্বে সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।