
এসএম হান্নান শাহ চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় মিথ্যা মামলায় বিভিন্ন জাতীয় ও প্রথম সারির পত্রিকার প্রতিনিধি পেশাদার ৪ জন সাংবাদিককে উদ্দেশ্য প্রণোদিত ও কণ্ঠরোধ করার মত মামলায় আসামী করার প্রতিবাদে কক্সবাজার চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে অদ্য ১৮ আগষ্ট বিকাল ৪ টায় ক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
মামলা থেকে অবিলম্বে কক্সবাজার চকরিয়ার ৪ জন কর্মরত সাংবাদিক যথাক্রমে চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ ( জাতীয় দৈনিক মানবকন্ঠ ও স্থানীয় দৈনিক ইনানী), সাবেক সাধারণ সম্পাদক এএম ওমর আলী (দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক বাঁকখালী), অর্থ সম্পাদক একেএম ইকবাল ফারুক (দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক পূর্বদেশ) এবং যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম বেলাল উদ্দিনকে (দৈনিক ভোরের আকাশ ও The Daily industry) এর নাম প্রত্যাহার করা না হলে সারাদেশের সাংবাদিক সমাজকে নিয়ে চলমান আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন তারা। কাদের ইশারায়, কার ইন্ধনে সাংবাদিকদের আসামী করা হয়েছে তাদের মুখোশ উন্মোচন করতে প্রয়োজনে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
নেতৃবৃন্দ বলেন, প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে এর বিহীত ব্যবস্থা না নেয়, তাহলে এর জন্য সংশ্লিষ্টদের দায় নিতে হবে এবং উর্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগসহ প্রয়োজনে আইনের সরণাপন্ন হবেন বলে বক্তব্যে বলেন তারা।
চকরিয়া প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মিজবাউল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ’র যৌথ সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ,
সদস্যগণ ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তাদের নিজ নিজ বক্তব্যে আরো বলেন, থানা পুলিশের সাংবাদিক নিপীড়ন ও দমনের মত এই ধরণের জঘন্য কর্মকান্ড অব্যাহত থাকলে ভবিষ্যতে আর সাংবাদিকতা করতে হবেনা, যেখানে সরকার সাংবাদিকদের সর্বোচ্চ সম্মান ও স্বাধীনতা দেয়ার কথা বলে আসছেন, সেখানে চকরিয়ার মত একটি উপজেলায় ভীন্নতা কেন? তাই এই ধরণের কর্মকান্ড থেকেও বিরত থাকার জন্য আহবান জানান সাংবাদিক নেতারা।