
আতিকুর রহমান (আতিক)লালপুর:
নাটোরের গোপালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলির ৫৮ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮অক্টোবর ) সন্ধ্যায় উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌর যুবলীগের আয়োজনে পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি।
এসময় মেয়র বলেন, পৌরসভার ২২ বছরের গ্লানি মুছে দিয়ে মডেল পৌরসভা গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন আমি যেন পৌরবাসী কষ্ট লাঘবে কাজ করে যেতে পারি।
এসময় পৌরসভার মেয়র এর জন্য পৌরবাসীর কাছে দোয়া চান পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আরসাদ হোসেন সাধির, সহ-সভাপতি মঞ্জুরুল রহমান,প্রচার সম্পাদক নাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুল হোসেন রিপন, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির নয়নসহ পৌর ছাত্রলীগের নেতা-কর্মবৃন্দ।